এই প্রথমবার ভারতে পুরুষের থেকে বাড়ল নারীর সংখ্যা sex ratio

sex ratio



এই প্রথমবার জনসংখ্যার নিরিখে দেশে পুরুষদের (Men) তুলনায় বাড়ল নারীর (Women) সংখ্যা। নীতি আয়োগের সদস্য বিনোদ কুমার পাল ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বুধবার ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে প্রকাশ করেন।

ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে (National Family Health Survey-5)-র পঞ্চম সংস্করণে ভারতে জনসংখ্যাগত (Demographic) পরিবর্তনের কথা বলা হয়েছে। ১৯৯২ সালে ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে শুরু হওয়ার পর প্রথমবারের মতো নারী অনুপাত পুরুষদের ছাড়িয়ে গেছে।

সম্প্রতি প্রকাশিত এই সমীক্ষায় জানানো হয়েছে, দেশে বর্তমানে ১ হাজার জন পুরুষে নারীর অনুপাত (sex ratio) ১ হাজার ২০ জন।


২০১৫-১৬ সালের সমীক্ষায় এই অনুপাত ছিল প্রতি ১ হাজার পুরুষে ৯৯১ জন নারী। বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা বেড়েছে।


যেসব রাজ্যে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা কম ছিল, সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে গুজরাত, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, চণ্ডীগড়, দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি এবং লাদাখ।