ঈদের প্রার্থনা চলাকালীন আফগান প্রেসিডেন্টের প্যালেসে রকেট হামলা




ঈদের প্রার্থনা চলাকালীন আফগান প্রেসিডেন্টের প্যালেসে রকেট হামলা। জানা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ৮টায় প্যালেস চত্বরে আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি-সহ অন্যান্য মন্ত্রী এবং আধিকারিকরা যখন ঈদের নামাজ আদায় করছেন ঠিক তখনই কাবুলে আফগান প্রেসিডেন্টের প্যালেসে রকেট হামলা হয়।



নামাজ চলাকালীন রকেট হামলা হলেও থেমে থাকেনি ঈদের প্রার্থনা। নামাজ চলাকালীন হঠাৎ বিকট আওয়াজ হলেও কয়েকজন একটু ভয় পেয়ে থতমত হয়ে গেলেও ঈদের নামাজে কোনোরূপ ত্রুটি রাখেননি তাঁরা। রকেট হামলা পরেও ঈদের মরশুমে প্রেসিডেন্ট চত্বরে বক্তৃতা পেশ করেছেন প্রেসিডেন্ট আশরফ ঘানি।



প্রেসিডেন্ট আশরফ ঘানি দেশবাসীর উদ্দেশে বলেন, 'আফগান জনগণ আফগানিস্তানের ভবিষ্যৎ ঠিক হবে। আফগানবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ৩ থেকে ৬ মাস ধরে পরিস্থিতি খারাপ করার চেষ্টা চলছে। আফগানিস্তানের মানুষ, বিশেষ করে মহিলাদের উপর কি তালিবানরা কোনও ইতিবাচক প্রভাব ফেলতে পেড়েছে?'



AFP-কে আফগানিস্তানের অন্তর্দেশীয় দফতরের মন্ত্রী মীরওয়াইস স্তানিকজাই বলেন, 'মঙ্গলবার কাবুল শহরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে শত্রুরা। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত চলছে।'