আজ কোচবিহার প্রেস ক্লাবে বিধায়ক উদয়ন গুহর 'হুমকি' প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন ডাকেন UUPTWA কোচবিহার জেলা কমিটি। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কমিটির সভাপতি গৌতম বর্মন , সম্পাদক অরুন কুমার দাস, শিক্ষক পিন্টু মোদক এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক অরুণ কুমার দাস জানান- " কোন প্রাথমিক শিক্ষকের উপর  যাতে কোন প্রকার আক্রমনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে। আপনারা সকলেই অবগত আছেন যে, উস্থি ইউনাইটেড প্রাইমারি র্টিচার্স ওয়েলফেয়ার অ্যাসােসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে কর্মরত প্রাথমিক শিক্ষকের NCTE নির্ধারিত ন্যূনতম যােগ্যতা অনুসারে বেতন প্রদানের দাবীতে দেড় বছরেরও বেশী সময় যাবত আইনগত এবং গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল 14 জন শিক্ষককে অবৈধভাবে অন্য জেলায় বদলিও করা হয়েছিলাে। প্রাথমিকে ন্যায্য বেতনের দাবীতে এবং অবৈধভাবে বদলি করা শিক্ষকদের ফিরিয়ে আনার দাবীতে গত 13ই জুলাই থেকে 26শে জুলাই, 2019 পর্যন্ত উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার এসােসিয়েশন আমরণ অনশন আন্দোলন করেন এবং শিক্ষা দপ্তর সেই দাবি সম্পূর্ণ না হলেও অনেকাংশে মেনে নিয়ে ২৬/০৭/২০১৭ ইং তারিখে GO প্রকাশ করেন। "
তিনি আরও জানান-"গত 03-12-2019 দিনহাটার বিধায়ক এবং চেয়ারম্যান মাননীয় উদয়ন গুহ মহাশয় কারো নাম উল্লেখ না করে দিনহাটার অনশনকারী প্রাথমিক শিক্ষককে প্রকাশ্য পথসভায় হুমকি দেন। তিনি বলেন- ওই শিক্ষক মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটিয়েছেন। দলীয় কর্মীদের তিনি সেই শিক্ষককে ধরে তার কাছ থেকে টাকা আদায়ের জন্য  এবং টাকা অনাদায়ে আটকে রাখার বিধান দেন। তিনি বলেন, “যারা আমাদের খাবেন, আমাদের পরবেন; তাদের ছাড় দেওয়া হবে না.."

সম্পাদক বলেন- "বিধায়কের এই প্ররােচনা এবং উস্কানিমূলক হুমকির প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে গত ৪ই ডিসেম্বর, 2019 ইং তারিখে বিধায়ক তথা চেয়ারম্যান মাননীয় উদয়ন গুহ মহাশয়ের বিরুদ্ধে দিনহাটা থানায় এজাহার করা হয় (GD No: 277/19, Date: 05-12-2019) "
আজ প্রেস বিবৃতিতে জানানো হয়-" অত্যন্ত আক্ষেপের বিষয় এই যে, মাননীয় বিধায়ক মহাশয় একজন দায়িত্বশীল এবং সাংবিধানিক পদাধিকারী হওয়া সত্বেও দুষ্কৃতীদের হাতে আইন তুলে নেওয়ার উস্কানি এবং বিধান দিচ্ছেন সমাজ গড়ার কারিগর (শিক্ষক)-দের বিরুদ্ধে! তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানায় UUPTWA... কোন মহল থেকেই এই ধরনের প্ররােচনামূলক বক্তবা কখনােই কাম্য নয়। আমরা আশঙ্কা করছি, এই এধরনের প্ররােচনায় প্রভাবিত হয়ে শিক্ষকদের উপরে কোন প্রকার আক্রমণ সংগঠিত হতে পারে। প্রাথমিক শিক্ষকদের উপরে এই ধরনের কোন অনভিপ্রেত ঘটনা ঘটালে তার বিরুদ্ধে শিক্ষকরা তীব্র আন্দোলন গড়ে তুলতে এবং উচ্চপর্যায়ের আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য থাকবেন।"

বিস্তারিত ভিডিওতে-