Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: দরকারে আবার ভাষা আন্দোলন হবে, বললেন মমতা

Mamata Banerjee: দরকারে আবার ভাষা আন্দোলন হবে, বললেন মমতা

Mamata Banerjee


বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? দরকারে আবার ভাষা আন্দোলন হবে, বললেন মমতা। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বঞ্চনার রাজনীতি করছে বিজেপি বলেও মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না! কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে ওরা ঠিক করে দেবে! বিজেপির এক জন নেতা বলছেন এখানে নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা আছে। মোট কত রোহিঙ্গা? আপনি এত জনকে বাংলাতেই বা পেলেন কোথায়?’’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?’’ তিনি আরও বলেন, ‘‘দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।’’

বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘‘বাংলায় কথা বলতে ভয় পান আপনারা। বাংলা রবন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। বাংলা থেকেই লেখা হয়েছে,জাতীয় সঙ্গীত।’’

আর কি বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুন 
Mamata Banerjee at Dharmatala

একুশের মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by Sangbad Ekalavya on Monday, July 21, 2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code