Latest News

6/recent/ticker-posts

Ad Code

বামনহাটে টোটো উল্টে ৪ খুদে শিক্ষার্থী ও অভিভাবিকা আহত, গুরুতর আহত ১ শিশু

বামনহাটে টোটো উল্টে ৪ খুদে শিক্ষার্থী ও অভিভাবিকা আহত, গুরুতর আহত ১ শিশু

Bamanhat


সোমবার দুপুরে বামনহাটের ঢ্যাপঢেপির পাঠ সংলগ্ন পুল পাড়ে এক মর্মান্তিক টোটো দুর্ঘটনায় ৪ জন খুদে শিক্ষার্থী এবং ২ জন অভিভাবিকা আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টো নাগাদ বামনহাটের একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি টোটো যাচ্ছিল। টোটোটিতে শিক্ষার্থীদের মায়েরা তাদের সাথে ছিলেন।

পুলপার এলাকায় হঠাৎ একটি মোটরসাইকেল সামনে চলে আসায় টোটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং টোটোটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।

আহতদের মধ্যে একজন শিক্ষার্থী এবং একজন অভিভাবিকার আঘাত গুরুতর বলে জানা গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে, গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য দিনহাটায় নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসেন ওই বিদ্যালয়ের প্রায় সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তাঁরা আহত শিক্ষার্থী ও অভিভাবকদের খোঁজখবর নেন এবং তাঁদের সাথে কথা বলেন, এবং সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয়ের একজন সহ-শিক্ষক জানান যে, টোটোটি বিদ্যালয়ের নিজস্ব ছিল না। অভিভাবকরাই ছুটির পর তাদের সন্তানদের নিয়ে টোটোতে করে বাড়ি ফিরছিলেন। তিনি আরও বলেন, এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং এ বিষয়ে তাঁরাও চিন্তিত। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সচেতনতার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন এবং সকলের এই বিষয়ে লক্ষ্য রাখা উচিত বলে মন্তব্য করেন।

প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগেই একইভাবে টোটো দুর্ঘটনায় আহত হয়েছিলেন সাহেবগঞ্জের একটি বেসরকারি বিদ্যালয় এর কয়েকজন শিক্ষার্থী। বারবার এই ধরনের দুর্ঘটনা প্রশ্ন তুলছে পথ নিরাপত্তা নিয়ে। যেখানে প্রতিনিয়ত সাহেবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে তার পরেও এই ধরনের দুর্ঘটনা কোথাও যেন প্রশ্ন তুলে ধরছে যে শুধু পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির করে থেমে থাকলে চলবে না নিতে হবে কঠোর ব্যবস্থা। তবেই এ ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।

আসুন শুনে নেই টোটো চালক এবং টোটো তে থাকা অভিভাবিকার বক্তব্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code