চার দফা দাবি নিয়ে দিনহাটা স্টেশন মাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিআরএমকে ডেপুটেশন
কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের তরফ থেকে সম্পূর্ণভাবে লোকাল ট্রেনের উপর ৪ দফা দাবি নিয়ে স্মারকলিপি আজ দিনহাটা স্টেশন মাস্টারের কাছে জমা করা হলো।
মেন লাইনের লোকাল ট্রেনকে পুনরায় চালু করা, বর্তমানে লোকাল ট্রেনকে সঠিক সময় চালানো নতুন আরো মেমু লোকাল ট্রেন দেওয়া এবং ইন্টারসিটি এক্সপ্রেস কে যেটি প্রচুর সময় নেয় শিলিগুড়ি যেতে সেটাকে অল স্টপেজ লোকাল ট্রেন হিসেবে চালানোর দাবি দেওয়া হয়।
এর সঙ্গে একটি তারিখও বেঁধে দেওয়া হয় ৩১ শে জুলাই, যার মধ্যে দাবি পূরণ (বিশেষ করে মেন লাইন দিয়ে লোকাল ট্রেন চালুর দাবি) না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে।
সংগঠনের অহবায়ক ডক্টর রাজা ঘোষ বলেন এর আগে প্রায় ১৯ থেকে ২০ বার মেন লাইন দিয়ে লোকাল ট্রেন (২০২০ এর আগে চালু ছিল) চালুর দাবিদাওয়া দেওয়া সত্ত্বেও রেল বোর্ড এটাতে কর্ণপাত করেনি। স্বাভাবিকভাবেই আমরা একটা ডেডলাইন দিতে বাধ্য হলাম।
আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয় গোপাল ভৌমিক, চয়ন সরকার, অধ্যাপক মহাদেব বর্মন, মোশাররফ হোসেন, জীবন কৃষ্ণ দেবনাথ, নিমাই দে ও সুশান্ত সূত্রধর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊