Earthquake: উত্তরবঙ্গে ভূমিকম্প! কেঁপে উঠলো ভূমি, রিখটার স্কেল মাত্রা কত?

Earthquake-news


ভূমিকম্প! ভূমিকম্পের আতঙ্ক সবার মনেই আছে। গত কয়েকদিন আগেই কেঁপে ওঠে নেপাল। নেপালে ভূমিকম্পের রেশ পড়েছিল দিল্লী সহ প্রায় গোটা উত্তর ভারতে। তবে আজ সকালে পৃথিবীর খানিক নড়াচড়াতেই আঁতকে উঠেছেন সেই স্মৃতি, মনে জাগিয়েছে ভয়। কেঁপে উঠলো উত্তরবঙ্গ। নিমিষেই যেন মনে হচ্ছিল কি যেন কি হয়! 



বুধবার সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার। আলিদুয়ারের কম্পনে রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। ন্যাশনাল সিসমোলজি সেন্টার থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে আপাতত, ভূমিকম্পের জন্য ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। 



এর আগে ৮ নভেম্বর পঞ্জাবের রূপনগর এবং প্রতিবেশী দেশ চিনের জিনজিয়াংয়েও ভূমিকম্প অনুভূত হয়। সম্প্রতি নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়‌। সেই কম্পনে প্রাণ হারিয়েছে বহু। ক্ষতিগ্রস্থ হয়েছে ঘরবাড়ি থেকে দোকানপাট বহু কিছুই। সেই খবরের রেশ কাটতে না কাটতেই ভূমিকম্প উত্তরবঙ্গে।