Latest News

6/recent/ticker-posts

Ad Code

M.S. DHONI: ভারতীয় ক্রিকেট দলের বড় দায়িত্বে আসতে চলেছেন ধোনি!

M.S. DHONI: ভারতীয় ক্রিকেট দলের বড় দায়িত্বে আসতে চলেছেন ধোনি!


Dhoni




ভারতীয় ক্রিকেট দলের বড় দায়িত্বে আসতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিঃসন্দেহে ট্রফি জয়ের বিচারে সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০০৭-এর টি২০ বিশ্বকাপে বিশ্বজয় থেকে শুরু করে ২০১১-এর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ২০১৩-এর চ্যাম্পিয়ন ট্রফি জয় করে ভারত। এরপর কোনো অধিনায়কের নেতৃত্বে ভারত কোনো আইসিসি ট্রফি জয় করতে পারেনি। গত টি২০ বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে গ্রুপ পর্যায়ে বিদায় নিয়েছিল ভারত। এবছর প্রথম কোনো আইসিসি ইভেন্টে অধিনায়কত্ব করলেন রোহিত শর্মা। এবছর টি২০ বিশ্বকাপে শেষ চারে বিদায় নিয়েছে ভারত।




আগামী বছর ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। আইসিসি ইভেন্টে ট্রফি জয়ের লক্ষ্যে এবার এক বড় পদক্ষেপের পথে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। বিসিসিআই চাইছে ভারতীয় দলে ধোনীকে অন্তর্ভুক্ত করতে। ধোনিকে ডিরেক্টর অফ ক্রিকেট পদে বসাতে চাইছে বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের ওপর তিন ফরমাটের দায়িত্ব ফলে বেড়েছে চাপ। আর তাই ধোনীকে দায়িত্বে এনে রোহিতদের ভাগ্য বদলানোর চেষ্টা করতে চাইছে বিসিসিআই।




ভারতীয় ক্রিকেটের সার্বিক মানোন্নয়েনর লক্ষ্যে ধোনিকে যুক্ত করার কথা ভাবছে বোর্ড এমনটাই রিপোর্ট। গত টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর ছিলেন ধোনি। এখন দেখার নতুন দায়িত্ব কি ফাইনালি বোর্ড দেবে ধোনিকে? ধোনি কি দায়িত্ব গ্রহন করবে? তাই দেখার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code