Latest News

6/recent/ticker-posts

Ad Code

CPI(M)এর 'টুম্পা সোনা' ভোটের মুখে ঝড় তুললো-প্রশ্ন উঠলো চটুল গান নিয়েও

CPI(M)এর 'টুম্পা সোনা' ভোটের মুখে ঝড় তুললো-প্রশ্ন উঠলো চটুল গান নিয়েও 

প্রতীকী ছবি, ইন্টারনেট থেকে সংগৃহীত 



আসন্ন বিধানসভা নির্বাচন, জোড় কদমে প্রচার শাসক থেকে বিরোধীদের l সোশ্যাল মিডিয়ায় এর আগে তৃণমূলের "খেলা হবে " ঝড় তুলেছে l

এবার একধাপ এগিয়ে CPI(M) জনপ্রিয় বাংলা গান "টুম্পা সোনার " অবলম্বনে ভোটের বাজারে ঝড় তুলতে আনলো "টুম্পা সোনা তোকে নিয়ে ব্রিগেড যাবো "

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হুহু করে শেয়ার হচ্ছে এই গানl তবে হঠাৎ এমন চটুল গানের সুরে ব্রিগেড যাওয়ার ডাক কেন দিলো সিপি আই এম তা নিয়েও উঠেছে প্রশ্ন। নিজের দলের সমর্থকরাই প্রশ্ন তুলেছে এই গান নিয়ে।

বাংলা ভাসান গীতি ' টুম্পা সোনা' নিয়ে বিদিশা বায়েন বলে একজন জানিয়েছে, "কমরেড, এই গানটার পরিবর্তে অন্য গানের সুরে বিগ্রেডের ডাক দেওয়ার অনুরোধ করলাম। তথাকথিত চটুল সংস্কৃতির সঙ্গে তো আমরা গা ভাসাতে চাই না।"

আসুন শুনে নেই সেই গান-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code