Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংসদের বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বাতিল , গণতন্ত্রের হত্যা- ট্যুইট ডেরেকের

এর আগে, প্রশ্নোত্তর পর্ব বাতিল না করতেই সে বিষয়ে চিঠি লিখেছেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।


সংসদের বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বাতিল , গণতন্ত্রের হত্যা- ট্যুইট ডেরেকের


করোনা আবহের মাঝেই ১৪ই সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত চলবে বাদল অধিবেশন। সাংসদের সচিবালয়ের তরফে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা হল জানিয়ে এক নির্দেশিকা জারি করেছে। প্রশ্নোত্তর পর্ব বাতিল হলেও জিরো আওয়ার ও অন্যান্য প্রক্রিয়া মেনেই চলবে বাদল অধিবেশন। 


এদিকে, প্রশ্নোত্তর পর্ব বাতিল হওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়েন টুইট করে অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি প্রশ্নোত্তর পর্ব বাতিল হওয়ায় 'গণতন্ত্রের হত্যা' বলেও মন্তব্য করেছেন তিনি। 


ট্যুইট করে বলেন, 

সংসদে প্রশ্নোত্তর পর্বের জন্য সাংসদদের ১৫ দিন আগে প্রশ্ন জমা দিতে হয়। ১৪ সেপ্টেম্বর অধিবেশন শুরু হবে। তাহলে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা হল কেন? বিরোধী সাংসদদের প্রশ্ন করার অধিকার খর্ব করা হল। ১৯৫০-এর পর এই প্রথম। সংসদের কার্যকাল একই থাকলে, প্রশ্নোত্তর পর্ব বাতিল হল কেন? গণতন্ত্রকে হত্যা করার জন্য অতিমারিকে অজুহাত হিসেবে দাড় করানো করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code