Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটার কার্ডের সঙ্গে আধার লিংক করতেই হবে! সন্মতি দিল কেন্দ্র। জানুন সবিস্তার...


ভোটার কার্ডের সঙ্গে আধার লিংক করতেই হবে! সন্মতি দিল কেন্দ্র। জানুন সবিস্তার...

ভোটার কার্ড আপডেটের জের কাটতে না কাটতেই জারি হল এবার নয়া সতর্কতা, ভোটার কার্ডের সঙ্গে লিংক করতে হবে আধার এর! আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিংক করানোর বিষয়ে তাদের সম্মতি দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। তবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের ক্ষেত্রে কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে বলে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আইন মন্ত্রক। মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হওয়া আটকাতেই এই সতর্কতামূলক ব্যবস্থা বলে জানানো হয়েছে।

আইন মন্ত্রকের নির্দেশের জবাবে কী কী সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে, ইতোমধ্যেই তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ইলেকটোরাল রোল ডেটাবেস কোনওভাবেই আধার ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। গত বছর কেন্দ্রীয় আইন মন্ত্রককে লেখা একটি চিঠিতে নির্বাচন কমিশন রিপ্রেজেনটেশন অফ দা পিপল অ্যাক্ট ১৯৫০ এবং আধার অ্যাক্ট ২০১৬-তে কয়েকটি সংশোধনীর প্রস্তাব করে। এই সংশোধনী কার্যকর হলে নির্বাচনী আধিকারিক ভোটার তালিকায় নতুন নাম তোলা বা ইতোমধ্যেই ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের আধার নম্বর চাইতে পারেন।

তবে কেউ তাঁর আধার নম্বর বলতে না পারলেও ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে তা বাধা হবে না। আধার নম্বর না থাকলেও ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ যাবে না বলেও জানানো হয়েছে। আধার তথ্য সংগ্রহ করে অবৈধ ভোটারদের চিহ্নিত করা সম্ভব হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, ওয়েব ডেস্ক থেকে সরাসরি সংগৃহীত!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code