সংবাদ একলব্য, ১৬ডিসেম্বর ২০১৯ঃ হরিজন পরিবারের শিশুদের জন্য আর্ট প্রশিক্ষণ কেন্দ্র খুললো ইউনিক স্বেচ্ছাসেবী টিম। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে শিলিগুড়ি শহরের জংশন সংলগ্ন বি আর আই কলোনিতে অবস্থিত সমাজের পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ের পরিবার গুলোর বসবাস রয়েছে। সৈই পরিবারের ছেলে মেয়েদের আর্ট শেখানোর দায়িত্ব গ্রহণ করলেন শহরের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশনের টিমের সদস্যরা।
হয়তো তাদের শেখার ইচ্ছে শক্তি ছিল কিন্তু সামর্থ্য নেই তাদের মা বাবার কাছে। আবার ও এইরকম দেখা গিয়েছে সেই জায়গায় এই সম্প্রদায়ের বাসিন্দারা বসবাস করে বলে কেউ যেতে চাইতেন না। কিন্তু এগিয়ে এলো শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম। তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হলো আর্টের সমস্ত সামগ্রী সহ অন্যান্য। সংস্থার পক্ষে এক স্বেচ্ছাসেবী সদস্য শ্রী অরুপ দাস গুপ্ত বললেন, 'শিলিগুড়ির পতিতাপল্লীর শিশুদের ক্যারাটে শেখানোর পর আর্ট শেখানোর গুরু দায়িত্ব গ্রহণ করলেন আমাদের ইউনিক টিম।' সেখান কার এক বাসিন্দা আনন্দ বাসফোর বললেন- " হাম লোগ পেহেলে বহুত সারা NGO কো বুলায়াথা লেকিন আয়া হেয় কম্লব দান, মেডিক্যাল ক্যাম্প করকে চালা গেয়া । কুচ্ছ দিন পেহেলে মেয়নে খবর দিয়া থা ইউনিক ফাউন্ডেশন টিমকো ইন লোক আজ আ কর হামারা বাচ্চে কে লিয়ে জিস প্রকার ছে সোচা হ্যয়, হাম উনকো স্যালুট কররাহা হে। এন লোগো নে হামারা এলাকোমে আজ এক আর্ট অ্যাকাডেমি খোল দিয়া।" এই মহৎ কাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী অভয়া বোস মহাশয়া।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊