২০০৯ সালের ২২শে অক্টোবর রিলিজ হওয়ার পর ১০ বছর সেবা দিয়ে ২০২০ সালের ১৪ই জানুয়ারী বন্ধ হয়ে যাবে বর্তমান কম্পিউটার ও এটিএম এ ব্যবহৃত Windows 7 । এই দিনের পর আর কখনোই টেকনিক্যাল সাপোর্ট ও আপডেট দেবে না। মাইক্রোসফটের সাপোর্ট পেজে দেওয়া তথ্য অনুযায়ী ২২ অক্টোবর, ২০০৯ সালে রিলিজ হয়েছিল Window 7।
রিলিজের সময়েই জানান হয়েছিল যে নির্দিষ্ট সময়ের জন্যই সাপোর্ট করবে Windows 7। দেশের বেশিরভাগ এটিএম ও কম্পিউটারে Windows 7 ব্যবহার করা হয়। এরকম সময় যদি আটডেট বন্ধ হয়ে যায় তবে সমস্যায় পড়বে এই সমস্ত যন্ত্রাংশগুলি। মাইক্রোসফট জানিয়েছে, এক্সটেনডেড সাপোর্ট বন্ধ হয়ে গেলেও কম্পিউটার কাজ করবে । যে সব কম্পিউটারে Windows 7 চলবে ওই সব ডিভাইসে ভাইসার আর ম্যালওয়্যারের বপদ আরও বেড়ে যাবে।
চলতি বছরেই ঘোষনা করেছিল মাইক্রোসফট Windows 7 বন্ধ হয়ে যাবে ও বছরের শেষে সব ইউজারকেই নোটিফিকেশন পাঠানো হবে বলে জানায়। কোম্পানি বলছে, Windows 7 থেকে Windows 10 এ আপগ্রেট করতে হবে তবেই সিকিউরিটি রিস্ক ও ভাইরাস থেকে বাঁচা সম্ভব। তবে ২০২০ থেকে যেসব কর্পোরেট গ্রাহক অর্থের বিনিময়ে Windows 7 এর নিরাপত্তা আপডেট নিতে চাইবে শুধু শুধু তারাই সুযোগ পাবে। যদি Windows 7 কোনো ইউজার ব্যবহার করে তবুও কম্পিউটার চলবে কিন্তু এতে ম্যাল ওয়ার, ভাইরাসের বিপদ বেড়ে যাবে।
Social Plugin